ক্ষোভ
- Subrata Bhattacharjee
শরীরে বল নেই
তাও আমি শেষটুকু নিংড়ে
আমাকে টানতে টানতে,
রাস্তার ধারে এনে রেখেছিলাম
যাতে মানুষ আমাকে দেখতে পায়
দেখতে পেয়েও ছিল
ছবি তুলতে তুলতে
জামা ছাতা বেল্ট একটা চাদর
একটা রঙিন চশমা'ও দিয়েছিল।….
কিন্তু ওই যে বলে
মানুষ আর মানুষ হল না
ঠিকই বলে
আমাকে যদি ওরা, একটু কিছু খেতে দিত
তাহলে আজ ভোর সকালে
কুকুর শেয়ালের ভয়ে
আমার আর,
আমাকে আগলে বসে থাকতে হতো না ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।